কবি নাসরীণ_জাহান_রীণা এর কলমে কবিতা “এসো_রুদ্ররূপী_বৈশাখ ”

429
কবি নাসরীণ_জাহান_রীণা

এসো_রুদ্ররূপী_বৈশাখ

                            নাসরীণ_জাহান_রীণা

এসো বৈশাখ,
ধরো তোমার রুদ্ররূপ !
ঢালো অগ্নিধারা !
তোমার রোষাণলে ভষ্ম করো
সকল হিংসা-বিভেদ,ক্লেদ-কালিমা ।

এসো গনগনে গ্রীষ্ম,
হও ক্ষেপা চণ্ড!
তোমার তেজোমূর্তি গ্রহণ করো !
বর্ষণ করো তেজোষ্ক্রীয়তা !
তাপে তাপে শূচিশুদ্ধ করো দূষিত ধরা ।

এসো উত্তপ্ত মার্তণ্ড,
রঞ্জিত হয়ে এসো
তোমার অংশু নিক্ষিপ্ত করো শতধারে —
তোমার বলয়ে সঞ্চিত সকল আভা প্রেরণ করো —
ঘুচাও তিমির এ ক্ষিতি হতে।

এসো কালবোশেখী,
তোমার উন্মাদ পবনের জিঞ্জীর ছিঁড়ে দাও —
তার উন্মত্ত হাঙ্গামায় উড়িয়ে নিয়ে যাক —
সকল রোগ-শোক,জরা-ব্যধি,মহামারীকে ।

এসো মেঘমালা,
গর্জন করো বলিষ্ঠ হুংকারে !
ঘর্ষণে ঘর্ষণে জ্বলে উঠুক বিদ্যুৎ–
প্রকাণ্ড ঝংকারে যেনো অরাজকতার কান ফাটে!

এসো জলধর,
ঢালো বারিধারা
প্রবল বরিষণে ধুয়ে দাও পঙ্কিল বসুধা ।
সজীবতায় ভরে যাক চারিদিক —
পবিত্রতায় ছেয়ে যাক —
পৃথিবী আবার দেখুক নতুন আলোর মুখ ।
আবার কোলাহলে মূখরিত হোক চারপাশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here