ইস্পাতের কড়াইতে হৃদপিণ্ড
আয়েশা মুন্নি
অপারাজিতা ফুলের মতো
গাঢ়ো নীল আকাশ।
সূর্য স্বর্ণকুচির মতো রোদ ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে।
অথচ রোদে আমার ভয়
রোদ আমাকে সয় না
আমার রোদ চুরি হয়ে যায়
আমার সব চুরি হয়ে যায়।
প্রথম চুরি হলো মা এরকম বাবা
চুরি হলো আমার শৈশব
চুরি হলো আমার ভালোবাসা আর সুখ
তারপর একে একে চুরি হলো
বিশ্বাস, প্রেম আর স্বপ্ন
ক্রমে বিরহ, ক্রোধ আর প্রতিশোধ
তাও চুরি হয়ে গেলো।
সম্বল ছিল অভিমান টুকু
সেও ছেড়ে গেলো গোপনে
আত্মসম্মানবোধ জাগিয়ে বাঁচার চেষ্টায় প্রতিনিয়ত
টগবগে ইস্পাতের কড়াইতে খুঁজে পাই হৃদপিণ্ড।




















