ভারত থেকে কলমযোদ্ধা-রাণু সরকারের অনন্য সৃষ্টি কবিতা “মেয়ে-পুরুষ কথা”

466
রাণু সরকারের অনন্য সৃষ্টি কবিতা “মেয়ে-পুরুষ কথা”

মেয়ে-পুরুষ কথা

রাণু সরকার

আমি মেয়ে বলি-
আমি ভালো, পুরুষ খারাপ।

পুরুষ বলে-
কক্ষনো হতেই পারে না-
তোমার কথা ভুল।
পুরুষ বলে-
তোমার নিন্দা করিনা।

পুরুষ বলে-
তুমি এই ভালো, এই খারাপ,
তুমি কিন্তু মন থেকে খারাপ বলো না-
বলার কথাও না।
তবে তোমার মুখে কপটতার মৃদু হাসি কেনো?

অপাঙ্গে ইতিউতি কোরে কা’কে খোঁজ মেয়ে?
ধরা পড়লে করো কেনো ছলাকলা?

যা’ই বলো মেয়ে
তোমার কপটতাকে খুব করে উপভোগ করি।
বিজ্ঞ গুণীজনেরা বলে থাকেন-
স্বয়ং ঈশ্বরই বোঝেনা তোমার কথা-
আমিতো কোন ছাড়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here