আষাঢ় গুণগানে
লাবণ্য কান্তা
“নবতৃণদলে বাদলের ছায়া পড়ে রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে”
কবিই বলতে পারেন এমন কথা __
কোথায় কোন মাঠে নতুন তৃণ পুনরায় উঠেছে জেগে
আর থেকে থেকে আষাঢ়ের মেঘ ঘনায় আকাশে
মেঘে ঢেকে যায় নতুন তৃণ,
সে যেন বাদল আর তৃণের লুকোচুরি খেলা।
কবে- কখন-কোথায়
কবির মনে এই কথা দিয়েছে দোলা,
পুরাতন হৃদয়ে তাঁর বৃষ্টির বাতাসে পুলকিত।
বিষণ্ণ বিকেলে সন্ধ্যামালতির রঙে
রাঙানো শেষ আলোটুকুর দিকে চেয়ে আমারও
এই পুরাতন হৃদয়ে জাগে নতুন আভাস
আষাঢ় এসেছে নতুন মেঘে ছেয়েছে আকাশ।
মধুর ধ্বনিতে রিমিঝিমি বাজে বাইরে
পুরাতন হৃদয়ে সেই নতুন সুর এসে লাগে; কিন্তু
আজ আর সেই দিন নেই __
আজ বর্ষা ঋতু হারিয়েছে রূপ-রস
বৃষ্টির রিমঝিম মিলিয়ে গেছে কোন সুদূরে …
আজ বৃষ্টির সেই ছন্দ নেই,
দু’ফোটা বৃষ্টির কান্না হারায় তুমুল তর্জন-গর্জনে।
তবুও মানব হৃদয় আকুল
প্রথম কদম ফুল আর বরষার গান,
কবির বাণী, বাদলভেজা ছন্দ __
“এমনি বরষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন
তব হাতে ছিল অলস বীণ মনে কি পড়ে প্রিয়।”