এবারের ঈদ
সাহানুকা হাসান শিখা।
নতুন কাপড় কিনতে যেও না
ভাইরাস ছড়িয়ে যাবে।
মনকে এবার শান্ত করো
গরীবের কথা ভেবে।
নতুন সে তো দূরের কথা
পুরোন জামাও লীন।
ঈদের দিনে খালি গায়ে
রাস্তায় কাটে দিন।
খাবার দাবার বেশী নিও না
সেখানেও আছে বিপদ।
অনাহারীদের কিছুটা বিলাও
মুক্ত আখেরাতের পথ।
প্রিয়জনের সাথে করো না দেখা,
সেখানেও আছে আপত্তি।
এতীম যারা আপনজন হারা,
তাকাও তাঁদের প্রতি।
এভাবেই এবার করো ত্যাগ স্বীকার
ঈদ হবে যে সফল।
ঘরে বসে নামাজ আদায় করো
জীবন হবে না বিফল।