ভারত থেকে জীবনের কালবেলায় কলমযোদ্ধা-বিজিত গোস্বামী এর কবিতা“গতিপথ”

237
কলমযোদ্ধা-বিজিত গোস্বামী এর কবিতা“গতিপথ ”

গতিপথ
বিজিত গোস্বামী

অবাধ্য যানজট আর হাজার মানুষের ভীড় কার আগে কে যাবে—
মরছে রাস্তার অবাধ্য এ শরীর
বয়সটা বেয়াদপ বড়, হোঁচট খেয়ে কতকাল আর বেঁচে থাকা
যৌবন দোলা সেই স্বপ্ন কোথায় সব! মায়া-মমতা সব?
শরীর প্রেম, সেই প্রেমিক বাহারী চুলে সুবাস
ছড়িয়ে সে দিনগুলো আর আসেনা-প্রেমহীন এ জীবন!

বৃদ্ধের খোলসে জীর্ণশীর্ণ একা এক নিঃসঙ্গ মানুষ
এখানে কেবল শূন্যতা, শক্তির মহড়া বেমানান,কন্ঠ আজ আওয়াজ শূন্য
ভেতরে ঢুকে রক্তের সাথে বন্ধুত্ব আর হয়না, মরেছে মানুষটা
সুন্দর ছবিগুলো হারিয়ে গেছে—
আকাশ জুড়ে মেঘের খোঁজে হাত পাতার দিন শেষ
ভারী বর্ষণে পালাও পালাও সেই যৌবন কোথায়!
অথর্ব মানুষ, তার ইচ্ছে থাকতে নেই,সে বড় অপাংক্তেয়।

উল্টো পথে বয়সটাকে লুকোবার প্রয়াস জারি থাক
তুমি এক বোঝা, রাস্তার অবাধ্য ছেলেবেলা তোমার নয়
সময়ের সাথে তাল রেখে হাঁটতে শেখো— তোমার হাত তোমাকেই ধরতে হবে
পেছনের পৃষ্ঠা থেকে অতীত নেড়ে কি লাভ, বলো?
তোমার চোখে স্বপ্ন কেবল মিথ্যে—অবাঞ্চিত তোমার যাত্রাপথ
গতিপথ বদলে মাটির গভীরে এ দেহ মিশে যাক্
বাঁচার নামই জীবন— যতদিন আছো মানিয়ে চলো
মাটিতেই পরিতৃপ্তি, মাটির গভীরেই প্রশান্তি—চিরশান্তির পথে যাত্রা—শুভ হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here