“সেই সীমানায় নিয়ে যাও” ফাল্গুনের সেরা থেকে বিমূর্ত সময়ের মোমবাতি কবিতা । লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা- রোজী নাথ।

747
ওপার বাংলার কলমযোদ্ধা- রোজী নাথ

সেই সীমানায় নিয়ে যাও

                                    রোজী নাথ

ভালোবাসা যদি হয় নিছকই একটা শব্দ মাত্র ,
তবে বলবো নদী আর সমুদ্রের কোনো কালেরই নেই কোনো যোগসূত্র ।
মেঘ হীন আকাশের যেমন থাকে
আদিগন্ত অঙ্গীকার আর প্রতিশ্রুতি ,
তেমনি পারস্পরিক বিশ্বাস আর ভরসার দু কুল ছাপানো দুই নদী হৃদয়ের গভীরে গভীরে স্বপ্নিল আকাশ রচনা করে প্রতিশ্রুতির মোহর লাগিয়ে ।
ভালোবাসা মানেই তো তপ্ত মরুভূমিতে তৃষ্ণার্ত পথিকের কাঙ্খিত মরুদ্যানের সন্ধান পাওয়া ,
এ যেন হৃদয়ের গভীরে হৃদয়ের অনাবিল আসা যাওয়া ।
ভালোবাসার চাদরে মোড়া টইটম্বুর যুগল হৃদয় কখন যে হারিয়ে যায় নীল নীল সীমানায়,
এ শুধু লেখা থাকে সময়ের ভাঁজে ভাঁজে ; পৃথিবীর এক মেরু থেকে অন্য মেরুর বুকে বুকে ।
ভালোবাসা হৃদয়ের দরজায় ব্যর্থ রুদ্দুর বা জোছনার প্রবেশ নয়,
এ যে হাজার বছর ধরে রুদ্র পায়ে পথ চলা ; মনের গহীনে উজাড় করে মনকেই চাওয়া পাওয়া ।
এখানে নেই কোনো সীমা পরিসীমা, শুধু অনুভবে অনুভবে হৃদয়ে হৃদয়ে নিরবধি আতর মাখা;
গাঁট ছাড়া গাঁটের সন্ধান করা।
রূপের ছটা?
এ নয় আমার ধারাপাত ।
তোমার বিশুদ্ধ মনের টান টান মোহনায় আমাকে নিয়ে চলো সকল বেড়াজাল উপড়ে ফেলে,
যেখানে আমিও শুধু তোমাকে ছুঁয়ে পাথরের বুকে ফোঁটাতে পারি অক্ষয় একটা গোলাপ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here