কলমযোদ্ধা-মনীষা কর বাগচীর নির্বাক অন্তরের কবিতা “দিতে পারবে তো?”

234
মনীষা কর বাগচীর নির্বাক অন্তরের কবিতা “দিতে পারবে তো?”

দিতে পারবে তো?
মনীষা কর বাগচী

তোমার সাথে প্রথম যেদিন
প্রেম করব
লিখব সেদিন মস্ত বড়
এক প্রেমের কবিতা
এক পাতা নয় দু পাতা নয়
এক্কেবারে পাঁচটি পাতা।

সেদিন আমি মনের সুখে
গান গাইব
ঝর্ণার জল হয়ে পাহাড় বেয়ে
নদী বেয়ে মহাসাগরে বিলীন হব।
শরতের শিউলি হয়ে ঘাসের ‘পরে
লুটিয়ে রব
মাছরাঙা পাখি হয়ে ঝিলের
জলে মুখ লুকাব
একদিন নয় দু দিন নয় সারাজীবন
তোমার সঙ্গে প্রেম করব।

মনে থাকবে তো ???

প্রেমই জীবন প্রেমই মরণ
প্রেমেই আছে স্বর্গসুখ
কোনোদিন যদি কারো জীবনে
সত্যিকারের প্রেম আসে
ভুলে যাবে সে জীবনের সব দুখ।

ভালবাসা ছাড়া আর কিছুই
চাইব না তোমার কাছে
তুমি আছ আমি আছি.,তাই —
আমার সবকিছুই আছে
জ্যোৎস্নার আলোয় বিছিয়ে
নিয়ে ছোট্ট মাদুর খানি
সারা রাত কইব কথা
তুমি আর আমি।

কৃষ্ণচুড়ার লাল মখমলের গালিচায়
বসব যখন আমরা দুজন
পরম নিশ্চিন্তে তোমার কাঁধে এলিয়ে দেব মাথা
আলগোছে চালিয়ে যাবে
তোমার আঙ্গুল আমার
অগোছালো চুলে
পৃথিবীর যত জ্বালা যন্ত্রণা
তক্ষুণি সব যাব আমি ভুলে।

সে এক অনন্য অনুভূতি
পরম পাওয়া…

এইত চেয়েছি সারাটি জীবন
ভালোবাসা আর ভালোবাসা,
এক পৃথিবী ভালোবাসা চাই
তোমার কাছে…
দিতে পারবে তো ????

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here