রেবেকা রহমানের নির্বাক অন্তরের কবিতা “অরুণাভকে পেলাম ”

144

অরুণাভকে পেলাম
রেবেকা রহমান

অরুণাভ এত ত্রস্ত ব্যস্ততা নিয়ে জীবন পার করে দিলে!
ভ্রু কোচকানো মুখ যেন কোন বাস কন্ডাকটর –
খুচরো পয়সা খুঁজতে খুঁজতে হয়রান!
তোমাকে বারবার ভালোবাসার কথা বলতে গিয়ে
বলতে পারিনা, আমার দিকে তাকানোর সময় কোথায় তোমার?
তোমার ঠোঁটের অর্থহীন হাসি আমাকে
হেনস্থা করেছে যে-দিন, সে-ই দিনই আমি নিজেকে শুধরে নিয়েছি!
তোমার প্রেমে আমি হেমলক অথবা আফিম পান করা থেকে বিরত রেখেছি নিজেকে
সবুজ বীচের মধ্যে নিজের ডানা মেলে দিয়েছি
ঈর্ষা কে মেনেছি সুখ –
সন্ধ্যেবেলার স্বর আর রঙের মতো রহস্যময়ী উঠেছি
আর তুমি কোচকানো ভ্রুতে ক্রমে ক্রমে বিস্তৃত করেছো নিজস্ব অন্ধকার!
হয়তো ভেবেছিলে বাগানের সমস্ত গোলাপ হবে তোমার
পদ্ম বিল যাবে পেরিয়ে
অহংকার নিস্ফল হয় কখন জানো? যখন কেউ কেবল জৈবিক আনন্দে আহরণে মেতে থাকে-
অরুণাভ
যে সূর্যদয়ের দীর্ঘছায়া সকাল বেলা টানটান তোমার শরীর পোড়ায়,
তাই দুপুরে নতজানু হতে হতে তোমার পায়ের উপর পড়ে…
এরপর নতুন সুর্যোদয়!
এই সাধারণ চক্রটা তুমি আদৌ বুঝলেনা
হায়! সেলুকাস!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here