সোনা বউ
নীলা আলম
অফুরন্ত ভালোবাসা সুখী দেহে সুগন্ধি ভাসিয়ে যখন তুমি একটি চেতনা অনুভব কর,
আমি তখন রুদ্ধহীন প্রাণের হিসেব মেলাই……
ভারী দৃষ্টিতে যখন চেয়ে থাকো
তখন আমার সাজানো সংসার মনে পরে,
মনে পরে এলোমেলো হয়ে যাওয়া পূণ্য উদ্যান….
আর হ্যাঁ সেই আমিত্বের চাতকী একখানি আকাশ সামনে এসে দাড়ায়
যেখানে আমার অনেক কথা জমা পরে ছিল
যখন না চাইতেই তুমি সম্মুখে এসে বলো
তুমি আমার পবিত্র সোনা বউ
আমার আত্মার বাণী
আমি বিপরিত কিছু বলতে পারিনা
শুধু ভাবি!আহারে আমার বক্ষে ঝিরিঝিরি বারীশের জল তুমি বাঁচিয়া থাকো
যদি আবার আমি ফিরে আসি
তবে বেঁধে দিব তোমার জন্য রঙিন প্রমীলা সাম্পান,
আজ নাহয় নিভৃতে কাঁদি
মুঠো মুঠো কল্পনার ভীড়ে তোমাকে আঁকড়ে ধরে বক্ষ মাঝে
হাহাকারের ধ্বনি তুলি গভীর নিঃশ্বাসে
তুমি না বলনা
এতে আমার তৃপ্ততা…….