অস্তিত্বের ভাবনায় জাগরুক কবি রোজিনা রুমি এর লিখা কবিতা “শুভ্র নীল সকালের রোদ ”

731
কবি রোজিনা রুমি এর লিখা কবিতা “শুভ্র নীল সকালের রোদ ”
কবি রোজিনা রুমি

“শুভ্র নীল সকালের রোদ “

                                  রোজিনা রুমি

কেমন আছো তুমি…
ভালো আছো তো!
দ্বিধা সংকোচ ভুলে
খুব জানতে ইচ্ছে হলো
তোমার অভিমানের খেয়াতরী কি এখনো ভিড়েনি শূন্য ঘাটে?

ঘূর্ণিঝড়ের পূর্বক্ষনে থমথমে আকাশটার মতো এখনও অভিমানী অশ্রু ঝরে
তোমার তেজস্বী মুখশ্রীতে!

রক্তজবার মতো আঁখি দুটোতে এখনও ঝলঝল করে একঘেয়েমী সব খেয়ালিতে!
কেমন যেন তুমি—
খেয়াপাড়ের সেই আনমনে দুল খাওয়া কাশফুলের মতো
এখনও বেখেয়ালি রয়ে গেলে!

বহুবছর পার হলো—-
হৃদ গিরি থেকে নির্গত বর্ণবৈভব মাধুরীমন্ডিত অম্বুরাশির ঝরঝর ঝর্্না ধারা তোমার পাথর বুকে এখনও
নাড়া দিতে পারেনি!

শরতের এই রোদ সেই বৃষ্টিও সরাতে পারেনি তোমার বুকে জমে থাকা অভিমানের আস্তরণ!

শুভ্র নীল সকালের রোদের আদরে
ভরিয়ে দিতে পারেনি
ক্ষয়িত হৃদয়ের অমসৃণ মলিনতা।

সাগরতীরে ঝিনুকটার মতো এখনও গুটিয়ে রেখেছো নিজেকে,
খোলস ছেড়ে একবার আগের মতো করে স্মৃতিচিহ্ন আঁকড়ে ধরো !

জলশূন্য পুকুরের গভীরতার মতো তোমার ওই তৃষ্ণাহীন দু’ চোখের গহীনে মেখে দেবো মায়াবী আদর।

সকল অভিমানের বাঁধ ভেঙ্গে
স্মৃতিকাতরতায় আরষ্ট না হওয়া অবদি

আমিও এক অপ্রতিরুদ্ধ মমতার স্মারক হয়ে দাড়িয়ে থাকবো তোমার পথপানে চেয়ে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here