স্বপ্নের ফেরিওয়ালা
জেসমিন জাহান
স্বপ্নগুলো সাজিয়ে দিলাম
রঙিন খামে
কিনেছি তা সত্যি জেনো
আসল দামে।
চুপিসারে জানিয়ে দিলাম
মনের কথা
স্বপ্ন ফেরি করবো না আর
যথা তথা।
নিক্তি দিয়ে মাপা কি যায়
মনের ওজন
সবাই কি আর হতে পারে
সুহৃদ সুজন!
বলতে পারি দিব্যি করে
শুনতে যদি
তুমি সাগর হলে আমি
হতাম নদী।
ঝিনুক মাঝে মুক্তো কি আর
চাইলে মেলে
চাইবো না আর কোনো কিছু
তোমায় পেলে।
জনম জনম অপেক্ষাতে
থাকবো বসে
হিসেব নিকেষ মিটিয়ে
এসো অবশেষে।
মুঠোয় নিলাম দেখো শুভ্র
একটি সকাল
যত্নে রেখো স্বপ্নগুলো
অনন্তকাল।