তারুণ্যের কবি গাজী মোসাঃ লতা ইসলাম এর ব্যতিক্রম ধর্মী কবিতা “তুমি নেই বলে ”

505
“তুমি নেই বলে ”
তারুণ্যের কবি গাজী মোসাঃ লতা ইসলাম

তুমি নেই বলে

           গাজী মোসাঃ লতা ইসলাম

শুধু তোমাকে নিয়ে ভেবেছি, অনেকটা সময়,
অনেকটা দিন,অনেকটা মাস, অনেকটা বছর
একদিন মনের রং তুলিতে নানান রং দিয়ে,,,,,
সাজিয়েছিলাম তোমাকে
আজও সেই ছবিটা রয়েগেছে মনের কোনে,
শুধু তুমি নেই বলে।
আজ আর তোমাকে নিয়ে ভাবছিনা আগের মতো করে ,
কারণ আমার চোখের সবটুকু জল শুকিয়ে গেছে
এখন আর শ্রাবণের ঢল নামে না,
একফোঁটা বৃষ্টি ও হয় না আষাঢ়ে
শুধু তুমি নেই বলে।
আজ আর সেই সোনালী অতীত গুলো পড়েনা মনে,
কোথায় যেনো উদাও হয়েছে,,,
এখন আর উঁকি দেয়না,
মনের কোনে ফেলে আশা দিন গুলি
শুধু তুমি নেই বলে।
এই আমি এখন বেশ ভালো আছি,
মনের গহীনে পুরোনো স্মৃতি গুলো সব দাফন করে দিয়েছি,
থাকবোনা আর অপেক্ষায়,
একাকিত্ব একটা জীবন গুছিয়ে
নিজের ক’রে,, নিয়েছি,,
সাজাবোনা আর নিজেকে নতুন করে, কোনো কিছু ঘিরে,,,
ফিরে যাবোনা আর সেই হারানো নীড়ে,
শুধু তুমি নেই বলে।
ফুটছেনা আজ আর মনে কোন ফোটা সেই ফুল গুলো,
অযত্নে অবহেলায় চুপসে গেছে ,
আমিও আর জল ঢেলে ভিজাইনি ,,,,
এক এক করে সব গাছ গুলো মরে গেছে
জমে উঠছে না এখন আর সেই চায়ের আড্ডা,,,
বিকেলের গোল টেবিলে,
শুধু তুমি নেই বলে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here