সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন তারুণ্যের কবি —নীলা আলম এর কবিতা “গল্পটা বলা হলোনা ”

560
“গল্পটা বলা হলোনা ”
তারুণ্যের কবি —নীলা আলম

গল্পটা বলা হলোনা

                          নীলা আলম

~~~~~~~~~

আজ ভাবছি, মুহূর্তেই মায়া কাটিয়ে ছাব্বিশটি বছর কেটে গেল-
হায়! তবুও গল্পটা বলা হলোনা……
ভালোলাগার সেই স্মৃতিময় পান্ডুলিপি গুলো আজ না হয় চলো একটু সাজাই
যে গল্পটা সত্যি বলাই হলোনা….
অমাবস্যা পেরিয়ে বাসর সাজাবো নিশিকান্ত রুপালি বাতি জ্বেলে-
আর গোলাপি তরু শয্যার মখমলে বসে বলব সেই গল্প….
আমি প্রেমে পরেনি, মরেছি সখার মরমে;
আমার লাজ হয় ভারি,পুড়ে যায় উথালি-পাথালি করা এই ছাব্বিশটি বছর
কি নেই তাতে?
পুরনো পৃষ্ঠার মাঝে লুকিয়ে খুঁজি আজ সেই না বলা গল্প,
একরাশ ধুলোমাখা মন খাতাটা বড্ড বেশি অভিমানি,তাই বুঝি গল্পটা বলা হলোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here