কোন ছন্দে বাঁধি তোমায়
সোমা মুৎসুদ্দী
আকাশ বৃত্ত ছন্দে সাজিয়েছি তোমার মনের আকাশ,
মেঘ বৃত্ত ছন্দে রাঙিয়েছি মন।
ঢেউ বৃত্ত ছন্দে আছড়ে পড়ো আমার বুকেই
নদী বৃত্ত ছন্দে বয়ে যাও প্রতিক্ষণ।
অপেক্ষা বৃত্ত ছন্দে কাটুক তোমার কিছুটা সময়,
মন বৃত্ত ছন্দে জড়িয়ে নিও আমার মন।
কোন ছন্দে বাঁধি তোমায় হতেই তোমার প্রিয়জন,
ভালোবাসার ছন্দে বাঁধি আগলে রাখতে আজীবন।
সোমা মুৎসুদ্দী
লেখক ও আবৃত্তিকার
নন্দনকানন, চট্টগ্রাম