নিছক প্রেমের কবিতা
মহুয়া ব্যানার্জী
অভিমানী বুকে চুপকথারা
জ্বলছে অবিরত,
চোখের তারায় আলগোছে রাখা
দহন সুখের ক্ষত।
একলা মেয়ের পথের বাঁকে
কিসের অমোঘ টান?
বাঁক পেরোলেই কদমতলায়
কানুর বাঁশিখান!
শীতের দুপুর মাড়িয়ে পায়ে
অকাল বৃষ্টি যত-
সেই মেয়েটাই ভিজছে কেমন
রূপকথারই মত!
বৃষ্টি আসে বৃষ্টি যায়
বদল ঋতুর গানে,
আজও যমুনায় কলসী ভাসে
মোহন আকর্ষণে।