“ঠিকানা একটাই” কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি শিরিন আফরোজ

543
“ঠিকানা একটাই” কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি শিরিন আফরোজ

ঠিকানা একটাই

                  শিরিন আফরোজ

মেঘের দেশে নীলের বেশে
কতো মেঘের মেলা!
বৃষ্টি হয়ে ঝরে পড়ে মেঘ
খুশিতে ভাসায় ভেলা।

মানব মনের অহংকার গুলো
ঝরে পরুক বৃষ্টি হয়ে,
মানবিকতা আর ভালোবাসা
অন্তরে যাক বয়ে।

কার কখন আসে ওপারের ডাক
আমরা কেউ তো জানি না,
জুলুম ,নির্যাতন আর অহমিকা তো
প্রভু সহ্য করে না।

দুনিয়ায় আগমনের সময় থাকে সবার খুশি
থাকে মিষ্টি বিতরণ,
বিদায় বেলায় চোখের জলের সাথে থাকে
আতর, গোলাপ ও চন্দন।

টাকা পয়সা ,ধন ধৌলত
যায় না কিছু কবরে,
আমল ,ঈমান ও সুন্দর মন
মর্যাদা পাবে হাশরে।

কিসের এতো বাহাদুরি দস্যু জালিমপনা
সবায় একই জায়গায় যাবে,
শুদ্ধতায় মনোযোগী হলে মানবমন
সাহায্য করবে রবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here