“ত্যাগি বন্দনা ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা নীলা আলম

437
“ত্যাগি বন্দনা ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা নীলা আলম

ত্যাগি বন্দনা

             নীলা আলম

দাম্পত্য আচারের পরের অধ্যায় এসে ভুলেই গেলাম….

আমি বন্দী!
তুমি মাঝ রাত্তিরে পদ্ম রেখে চরণে –
বললে তোমায় পূজা করব।

তোমার যত্নআত্তির নিষ্ঠপ্রভায় নিরব আকুতি আমার দ্বারে বার বার কড়া নেড়েছে-

ক্ষয় হয়েছে,
আমার হিরন্ময়ী চায়ের কাপের সোনালী মদ!

সবই ভেবেছি দুপুর মিত্রের দুঃস্বপ্ন!!

তুমি কেবল বলে যাও
ও মেয়ে-
বাল্মিকী প্রত্যয় প্রসূনে তুমি আমার বাহারী মাঙ্গলিক স্বপ্নচিহ্ন।

তোমায় আমি মাথায় করে রাখব,
দু’পা হেঁটে চলো আমার কাব্যের ঘরে-
দেখবে এসো!
সেখানে তোমার নামে কত শিল্পিত বন্দনা।

তোমায় আমি জয়ী জয়ী বলি, তবুও ও মুখ আড়াল?
আমার বন্দনার উজ্জল শিখা- চাও তো এ হৃদ পেতে দিব তোমার চরণময়।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here