ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে “নবী আমার পরশ মণি”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা দিলু রোকিবা

701
ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে “নবী আমার পরশ মণি”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা দিলু রোকিবা

নবী আমার পরশ মণি

                দিলু রোকিবা

নবীজির কালিমা
সে প্রাণ কি কোন পাপ করতে পারে ?
ক্ষণিক প্রাণের সেই স্পন্দনে স্পন্দনে
জেগে আছে চির মুক্তির এক আলো..
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মুদর রাসুলুল্লাহ (সাঃ)…

যেন এক শান্তির নাম,আল -কোরআন, আল-কোরআন
মুহূর্তেই জেগে ওঠে
প্রভূর বিধান- দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম
যে কিনা ইহ-পর জিন্দেগীর একক সুষমা !!
এক হাতে কোরআন, আরেক হাতে হাদিস
তোমার মুক্তিতে… নবীজির এ জিন্দেগী..
গোলাম ও গোলামের প্রাণ….
ওগো মুমিনের প্রাণ ! তুমি যে নতশির রক্তবিন্দু!!
এক আল্লাহর দিকে যতক্ষণ দেহে আছে প্রাণ !

প্রাণে ও কর্মে বল,
মুমিন হয়ে ওঠ হে প্রাণ, বিশ্বাসী হয়ে ওঠ..
প্রাণে গেঁথে দাও ইসলামের প্রেম..

যে প্রাণ ছুঁয়েছে নবীজির কালিমা
সে প্রাণ কি কোন পাপ করতে পারে ?

যারা আজ তোমাকে শয়তান বলেছে —
তাদের বিচার হবেই…
পরম করুণাময়.।
তোমাকে, বড্ড বেশি ভালবাসে বলেই তাঁর আশেক তুমি,,তোমার হাতে তুলে দিয়েছিলেন সেই মেরাজের রাতে—–
নবীজী , উম্মতের
কষ্টের কথা
ভেবেই তোমার জবানে – তিরিশ রোজা,
পাঁচ ওয়াক্ত নামাজ, * সুব হান আল্লাহ *

তোমাকে কি করে এতো অপমানিত করার স্পর্ধা দেখালো, এ- যেন তায়েববাসীর সেই নির্মম- নির্যাতন -হাসি মুখে বরণ করে , তুমি বলেছিলে, হে প্রভু এদের জ্ঞান দাও, এদেরকে ক্ষমা কর,,এই সেই পেয়ারের নবী করীম হযরত মুহম্মদ (সঃ )
তুমিই বল..তুমি কি সব শুনতে পাচ্ছ?
হে দয়াল নবী,

এ প্রাণে কি বাতিলের প্রেম মানায়?
না, না তুমি যে বিশ্বাসী, তুমি যে মুমিন..

তুমি যে এক আল্লাহর গোলাম – হে প্রাণ !
পুরণ কর সেই অঙ্গিকার…
সত্য ও ন্যায় পথে- সবাই এখন সোচ্চার হয়ে কলম ধরেছে তোমার জন্য প্রাণ খুলে দোয়া চেয়ে, হে নবী করীম হযরত মুহম্মদ (সঃ )।

যে প্রাণ ছুঁয়েছে … নবীজির কালিমা
সে প্রাণ কি কোন পাপ করতে পারে ?
আমরা সব মুসলিম উম্মা, সমস্বরে বলছি, তুমিই একমাত্র আমাদের সাফায়েত দেবে ছায়া হয়ে..
‘তাই সবাই এই মহামানবের জন্য দিবা রাত্রি কাঁদছে মন – প্রাণ,
” যার হৃদয় কোমল শিশুর মত সরল,
নিজের দোষ আগে সংশোধন করে,
অপরকে সংশোধনী হতে বলেছে, সেই তো
আমাদের অন্তরের নবী করীম হযরত মুহম্মদ ( সাঃ)
লা ইলাহা ইল্লালাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ …….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here