পিছুটান
নাসরিন জাহান মাধুরী
এভাবে চাইতে নেই
এভাবে চাইলে সর্বস্ব দিয়ে
সর্ব শান্ত হতে পারি
হয়ে যেতে পারি
বিবাগী, গৃহ ত্যাগী
এভাবে বলতে নেই
এভাবে বললে সব ছেড়ে ছুড়ে
নেমে যেতে পারি
অজানা পথে..
গৃহত্যাগী কখনো
ফেরে না আপন আবাসে
প্রত্যাবর্তনের স্বপ্ন থাকে না….
থাকে না পিছুটান…