“বসন্ত আজ দোর গোড়ায়”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি শাহনা রহমান ।

472
“বসন্ত” অনন্য সৃষ্টি কবিতা লিখেছেন প্রতিভাধর কবি শাহনা রহমান।
কলমযোদ্ধা কবি_শাহনা রহমান

বসন্ত আজ দোর গোড়ায়

                                     শাহনা রহমান

সূর্য ছড়ালো নবীন আলো
পৃথিবী জুড়ে রঙ জাগালো
হৃদয়ে তার লাগলো দোলা
গান গেয়ে যায় কোন রে ভোলা?

দেখবি যদি আয় রে আয়
রঙের ধারা যায় বয়ে যায়,
উঠলো বুঝি রঙের ঝড়
রাঙিয়ে দিলো মন সবার।

বনে বনে লাগলো আগুন
জানিয়ে দিলো আসছে ফাগুন
কোকিল ধরে মিষ্টি সুর
শুকনো পাতায় বাজে নূপুর।

হলুদে শাড়িতে যায় ললনা
দিয়ে মাথায় ফুলের গহনা
আনন্দে তাই গায় রে গান
যায় ডেকে যায় সুখের বাণ।

থাকুক ভালো আমার দেশ
ফুলে ফলে সাজুক বেশ
রঙে ঢঙে ছন্দে মাতি
চোখের তারায় স্বপ্ন আঁকি।

বসন্ত আজ দোর গোড়ায়
আলোর খেয়ায় মন হারায়
আমের বোল স্বপ্ন বোনে
পাগলা হাওয়ার মনের কোণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here