ভারত থেকে কবি- বিশ্বজিৎ করের কবিতা “প্রকৃতির চরিত্র’’

191
বিশ্বজিৎ করের কবিতা “প্রকৃতির চরিত্র ’’

প্রকৃতির চরিত্র
বিশ্বজিৎ কর


এই প্রকৃতি, এই চরাচর আমার অপু…..
এই বর্ণ, এই গন্ধ আমার কৃষ্ণকলির হাসি…..
এই মুগ্ধতা, এই সৌন্দর্য আমার অমলের বিস্ময়….
এই উন্নত হৃদয়, এই আপোষহীনতা আমার অবনীর লড়াই……..
এই সাধারণতা, এই স্বচ্ছতা আমার হরিপদ কেরাণীর আবেগ……
এই স্নিগ্ধতা, এই হিমেল পরশ আমার নকশি কাঁথার মাঠের স্মৃতি…….
এই অনুভূতি, এই ছন্দ আমার নীরার ভালবাসা……
এই আলো, এই শিহরণ আমার রানারের কর্মচঞ্চলতার আলাপন…….

মাগো, এখন আর লিখতে পারি না কবিতা…..
আমায় ছন্দ দাও, আমায় ভাষা দাও, আমায় বর্ণ দাও…..


কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here