“ভাবনায় তুমি”
সালমা খাতুন
যখন তোমার পাশ্বে থাকবেনা আর কেউ
তখন আমায় তুমি মনে রেখো প্রিয়।
আমি আসবো কোন এক জোছনা রাতে
ডাকবো তোমায় হাতছানি দিয়ে ইশারাতে।
হাসনা হেনা ফুলের ঘ্রাণ মন করে উদাস
আত্মা অন্তর জুড়ে আছে তোমারই বসবাস।
তুমি কি এখনো গগন ছড়ানো হাসি হাসো
প্রানভরে এখনো কি আমায় ভালবাস।
ভাবছো কি দেখলো বুঝি ঐ প্রতিবেশী
তাই বুঝি আর বাজাও না মিষ্টি সুরে বাঁশি।
চাঁদ হাসে, তারা জ্বলে, সূর্য উঠে আকাশে
পায় না শুধু তোমায় খুঁজে আমারই আবাসে।
মিছে ছায়া হয়ে পিছু ডাক বল ভালবাসি
সত্যি না মিথ্যে বলছ তাই ভেবে হাসি।
লেখক পরিচিতি :- প্রভাষক সালমা খাতুন
সমাজকর্ম বিভাগ
রায়পুরা সরকারি কলেজ
রায়পুরা, নরসিংদী