সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ওপার বাংলার প্রতিভাধর কবি__উৎপল বাগ এর কবিতা “অশনি সংকেত ”

638
সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ওপার বাংলার প্রতিভাধর কবি__ উৎপল বাগ এর কবিতা “অশনি সংকেত ”
ওপার বাংলার প্রতিভাধর কবি__ উৎপল বাগ

অশনি সংকেত

                   — উৎপল বাগ

নীল আকাশের বুক চিরে সোনালী রঙ মেখে
কিসের আকর্ষণে সুদূর সাইবেরিয়ার বরফ ঢাকা অরণ্যানী হতে
নাম-না-জানা ঝাঁক ঝাঁক পাখি
অজানা পথের চড়াই-উৎরাই ভেঙে ভেঙে
অনাহার অনিদ্রাকে তুচ্ছ তাচ্ছিল্য করে
উড়ে যায় দিগন্ত থেকে দিগন্তে ।

রাতের তারা দেখায় পথ
মৌসুমী বাতাস ক্লান্তি দূর করে
কত গাছ শাখা মেলে দেয় বিশ্রামের আয়োজনে ;
তবুও ওরা পথ চলে বিরামহীন আকর্ষণে ।

রাতের অন্ধকারে ভাবনার জটে ঘুম আসেনা চোখে
বিশ্বজুড়ে যুদ্ধের দামামা , তারই প্রস্তুতিতে ব্যস্ত সন্তস্ত্র মানুষ
শিরায় উপশিরায় নিউক্লিয় পরীক্ষা ,
নক্ষত্রমন্ডলের বিষাক্ত গ্যাস ধীরে ধীরে
নেমে আসছে পৃথিবীর বায়ুমণ্ডলে !
তা থেকে কিভাবে রেহাই পাবে নাম না জানা পরিযায়ী ?

হয়তো নিউক্লিয়ার গ্যাসে নিঃশ্বাস নিয়ে ভুলে যাবে পথ —
অজানা রোগে পঙ্গু হয়ে যাবে মস্তিষ্কের সূক্ষ্ম অনুভূতি ;
নীল আকাশের বুকে উড়তে উড়তে
গোধূলির লাল সূর্যটাকে উপদেয় আহার ভেবে করবে ভুল !
তারপর বৃষ্টির ফোঁটার মতো টুপটাপ করে ঝরে পড়বে
কোনো অজানা অরণ্যের মাঝে নিঃসঙ্গ একাকী –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here