“চিঠি লিখো প্রতিদিন” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা গোলাম কবির

509
Doinik-Alap-Poem-Kobi-কবি-গোলাম-কবির-Kobita-কবিতা-চিঠি লিখো প্রতিদিন
কবি গোলাম কবির

চিঠি লিখো প্রতিদিন

গোলাম কবির

চিঠি লিখো প্রতিদিন,
ফেসবুক স্ট্যাটাস নয়,নয় ম্যাসেন্জারে
ছোট ছোট কথার মাঝে কিংবা লাইক,
অন্যের অনুভুতির সাথে নিজেরটা মিলে গেলে শেয়ার করে নয় অথবা আরো কাউকে
ট্যাগ করে স্বাক্ষী রেখে।
সেই পুরানো দিনের রঙ্গিন প্যাডে
কিংবা না পেলে সাদা কাগজে হলে ও চলবে। চিঠি লিখো প্রতিদিন,
কেমন আছো,কোন জামাটা পরে আছো,
চোখে কি কাজল আছে বড় করে, ওড়নার রংটা কেমন? ঘাসরঙ্গের নাকি দুধচা রঙ্গের বিশদ ভাবে। চিঠি লিখো প্রতিদিন,
আমি কল্পনার ঘুড়ি উড়িয়ে কখনো পৌঁছে
যাবো তোমার কাছে, কখনো তোমাকে
না দেখার কষ্টে তাকিয়ে থাকবো
আমার মত একলা মেঘের দিকে,
বৃষ্টিহীন বৃষ্টি ঝরবে মনের অলিন্দে।
চিঠি লিখো প্রতিদিন,
তোমার মন খারাপ থাকলে সাদা কাগজে
কিছু বলপেনের কালি ফেলে দিও না হয়,
আমি বুঝে নেবো সব,ইচ্ছে হলে তোমার ঠোঁট এঁকে দিতে পারো, আমি বুঝে নেবো তোমার আকুলতা।
চিঠি লিখো প্রতিদিন,
কি লিখবে মনে পড়ছে না?
লিখো কোন একদিন দুপুরে স্কুল ছুটির সময় সহপাঠিদের সাথে খেলতে গিয়ে পড়ে গিয়েছিলে, হাঁটুর ওখানে ছড়ে গিয়ে রক্ত বেরিয়েছিল,
বন্ধুরা খুব করে হেসেছিল,
অথচ তোমার চোখে ছিল জল।
চিঠি লিখো প্রতিদিন,
আমি বাথরুমে দীর্ঘ সময় নিয়ে
পড়বো আর তোমাকে মনে করবো অশ্রুসজল, তবু ও চিঠি লিখো প্রতিদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here