“প্রেমের সমাধি” মূলত শুদ্ধ ভালবাসার কবিতা লিখেছেন কবি হামিদা পারভিন শম্পা ।

1282
"প্রেমের সমাধি " কবিতা লিখেছেন কবি হামিদা পারভিন শম্পা ।
কবি হামিদা পারভিন শম্পা

“প্রেমের সমাধি “

                           হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~~~~~
কোনো গল্প,উপন্যাস বা কবিতায়
তোমায় আমি খুজব না,
কবিতার প্রতিটা চরণে ছন্দে আর
তোমায় মনে করব না।
তোমার যেই সমাধি সেদিন রচিল
অবাধ্য বকুল সেখানেই ফুটিল,
অবুঝ কিশোর কিশোরীর দল না বুঝে
সেই বকুল কুড়াল।
ওরা তো জানে না বকুলের পাপড়িতে
ছিল যে কত বিষ,
নিঃশ্ব রিক্ত করেছিলো আমায়
ভালবাসার দোহায় দিয়ে অহর্নিশ।
ওরা তো জানে না কতটা কষ্ট লুকিয়ে
বকুল হল বিষাদে জীর্ণ,
দীর্ঘঃশ্বাস আর চোখের জলে
হৃদয় হয়েছিল ছিন্নভিন্ন।
ওরা তো বকুলের সুবাস সুন্দয্য
দেখে হয়েছে মুগ্ধ,
তুলনা বকুল কি করে বলি ওদের
তোমারাও হবে আমার মত দগ্ধ।
আমিতো এসেছিলাম প্রতিদিন
তোমার সমাধি
চোখের জলে ভিজাতে,
মন বাগানের সব গুলো ফুল
ছিঁড়ে ছিঁড়ে
প্রেমের সমাধি সাজাতে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here