“শিশিরে ঝরে অশ্রু” কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি রীতা ধর ।

498
কবি রীতা ধর

“শিশিরে ঝরে অশ্রু”

                                    রীতা ধর

সে তো শুধু তোমারি জন্য,
তোমারি জন্য কতোবার দিয়েছি সমুদ্র পাড়ি ;
ভাবনার আকাশে কতোবার হেঁটে গেছি
নক্ষত্র পথ,
দু’চোখের জলে লিখেছি কতো কবিতা
সে তো তোমারি জন্য।
কতো বেদনা বিঁধেছিলো সেদিন ঝরে
যাওয়া মালতীর গা’য়।
প্রখর রৌদ্রতাপে শুকাতে শুকাতে
যে ক’ফোটা অশ্রু রেখে গেলো ঘাসের ডগায়,
সে তো তোমারি জন্য।
তোমারি জন্য সেদিনের ঝাউবিথী ছায়ায়
রেখে গেছে তার প্রশান্ত আকাশ।
হায় মালতী! নিভৃতে চাতক পথে ,
বেদনা লুকায়ে বুকে ঝরে গেলে অবেলায়।
অনন্ত মমতার আড়ালে যে খেলায়
মেতে আছো ধ্বংসের, হয়তো পুড়ে পুড়ে
ক্ষান্ত হবে আমায়, নিভে যাবে অনল পথ।
নিবিড় সহোদরার মতো ঝরে যাওয়া
মালতীর হাত ধরে তবু রেখে যাবো
কবিতার পাণ্ডুলিপি, ব্যপ্ত প্রান্তরে,
সেও তো তোমারি জন্য।
তোমারি জন্য ভোরের চাঁদ, বারোমাস
চেয়ে রবো পৃথিবীর পরে।
একাকী নির্জন সন্ধ্যায়, পৌষের ঘাসে
শুকনো মালতীর অশ্রুর মতো
ঝরে যাবো শিশিরের ঝড়ে।
যা কিছু সম্মুখে ছিল,যা ছিল অগোচরে,
যত বার চিরতরে হেরেছি জেতাবাজি,
সে তো তোমারি জন্য।
যে পবিত্র প্রদীপ জ্বেলে, এখনো সন্ধ্যার দেবী
চৌকাঠে আঁকে নির্মল বিধিলিপি।
সে তো শুধু তোমারি জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here