“বিজয়িনী আত্মা” ভিন্নমাত্রার কবিতাটি লেখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা ।

461
“বিজয়িনী আত্মা”লেখেছেন কবি সাহানুকা হাসান শিখা ।

বিজয়িনী আত্মা

                       সাহানুকা হাসান শিখা

আমি আজ শুধুই এক আত্মা
আমাকে দেয় না কেউ পাত্তা।
কিন্তু আজ আমি স্বাধীন,
নীরবে হয়ে আছি লীন।
সব জায়গায় অনায়াসে চলি
কথা নাইবা বলি।
রাতের গভীরে চুপিচুপি আসি
আপন জনের কষ্টে ভাসি।
তীক্ষ্ন চোখে অন্যায় অত্যাচার দেখি,
ইচ্ছে হয় ডাইরি লিখি,কিন্ত পারিনা তা,
আমি যে এক আত্মা,নই নির্মাতা।
শুনি আহত নারীর চাপা কান্না,
বয়ে চলে অশ্রুর বন্যা।
তাদের নাম কি,হীরা চূর্ণি পান্না
না কি কোন দুখিনী কন্যা?
আমি নই দৃশ্যমান,আমার দৃষ্টি বিদ্যমান।
আমার ইহ জন্মের স্মৃতি অম্লান।
আমি হই নি কখনও পরাজিতা,
আমি এক বিজয়িনী আত্মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here