শ্রদ্ধা,ভালোবাসা,বেদনায় বঙ্গবন্ধুকে স্মরণে কলমযোদ্ধা–হামিদা আনজুমান লিখেছেন কবিতা“বঙ্গবন্ধু ”

629
কলমযোদ্ধা–হামিদা আনজুমান লিখেছেন কবিতা“বঙ্গবন্ধু ”

বঙ্গবন্ধু

             হামিদা আনজুমান

স্বাধীনতা এনেছিলে বিপ্লবী গান গেয়ে।
বঙ্গবন্ধু, সোনার বাংলা ধন্য তোমায় পেয়ে।

জীবনব্যাপী সংগ্রাম আর ত্যাগের মহিমায়
এনেদিলে মুক্ত বাতাস,পরাধীন বাংলায়।

তোমার কাছে অযুত নিযুত আত্মত্যাগের ঋণ
অকৃতজ্ঞ হায়েনারা আনলো শোকের দিন।

শোকের গাঁথা, রক্ত নদী ভেজায় মাটি ঘাস
এই বাংলা কেঁদে আকূল বুকে পিতার লাশ

অস্রু নহর বয়ে চলে শোকের চাষাবাদ
গুলির আওয়াজ দিয়েছিল ঘৃণ্য সে সংবাদ।

পরিবারের সবাই গেল পায়নি রেহাই রাসেল
স্তব্ধ বাতাস,আকাশ কাঁদে হাসে কসাই জাহেল।

শোকের আগষ্ট এই বাংলায় শোকের সুরে বাজে
তোমার স্মৃতি শক্তি যোগায় আজো সকল কাজে।

ঘুমাও মুজিব আত্মা তোমার পারম শান্তি পাক
রইবে অমর, বজ্রকণ্ঠের স্বধীনতার ডাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here