মন
ছন্দা দাশ
লিখতে তো পারি অনেককিছুই
কিন্তু ইচ্ছতে তো শ্যাওলা জমেছে।
কতোকিছুই এখন আর তেমন করে
উদ্বেলিত করে না উপচানো গরম
ভাতের ফেনের মতো।
একটা লম্বা সময় –যদিও আমার
মনে হয় এইতো সেদিন মাত্র বুঝতে
শিখেছি।সহজপাঠের পাতা থেকে
কখন এলোমেলো ঝড়ের মধ্যে
নিজেকে বুঝতে বুঝতেই
শেষ ট্রেনের বাঁশি বেজে উঠলো।
টিকিট মাস্টার এলেই টিকিটের
জন্য দাঁড়াতে হবে।
প্রস্তুতি নেবার সময় কোথায়?
এখনো আগোছালো ঘরের মধ্যে
খুঁজে বেড়াই মোহনরূপ।
নিয়মের খাতায় যদি ব্যত্যয় হয়
জীবনের সুর রাগ পাল্টায় না।
এইসব সাতপাঁচ ভাবনাগুলো
শুনে তুমি বলবে —কী লাভ ভেবে?
আমি তো জানি লাভের জন্য কি
সবাই নষ্ট করে একবেলার জীবন?
অবুঝ হৃদয় চিরকাল অন্ধই থাকে।