বসন্ত এলো মনো বনে
জেসমিন জাহান
বাতাসের গলা সাধে বসন্ত গীত
লোকালয় ছেড়ে গেছে অভিমানী শীত,
কুয়াশার পর্দাটা কেঁপে কেঁপে ওঠে
মৌ লোভী মৌমাছি ফুলে ফুলে ছোটে।
যেদিকে তাকাই দেখি রংয়েরই বাহার
আকাশের গায়ে নীল মেঘের পাহাড়,
উৎসুক চোখে বসে মাস্তুলে কাক
উড়ে যায় ভিনদেশী পাখিদের ঝাঁক।
ফাল্গুনী বাঁশি বাজে মনের ভেতর
আনমনে দোলা দিয়ে যায় চেনা সুর,
সূর্যটা ঢলে পড়ে লাজে ঢাকে মুখ
অজানিত সুখে তার কেঁপে ওঠে বুক।
আকাশ মাটিরে ডাকে,”সই কি যে করি?”
ফাগুন আগুনে বুঝি আজ পুড়ে মরি,
বিটপী শাখায় লাগে বিহগের সুর
মন কেনো যেতে চায় দূর….বহুদূর।