নির্জনে মৃত্যু
আইরীন কাকলী
চোখ ঝলসানো আলোকিত কেবিনে
খুঁজি নিস্ফল সাঙ্গো।
অক্সিজেন মাক্সটা খুলে
নিঃশ্বাস নেবো টেনে…
মেডিসিনের গন্ধে ভারী এ সি রুম…
অন্তর্গহীনে একা..
ভিজিটিং আওয়ার আসতে আর কতক্ষণ!!!
তবে কি শেষ বেলায় প্রিয়মুখ গুলো
আর দেখতে পাবো না?
কাজের মেয়েটা কোথায় গেলো!!!
আমাকে কেউ পানি দাও!!
দম আটকে আসছে,
নির্মল বাতাস দাও।
হার্টবিট বাড়ছে,
বাড়ছে রক্তচাপ,
সংকুচিত হয়ে আসছে সমস্ত ব্যাথাক্রান্ত
শিরা উপশিরা।
সাদা বাতির দিকে তাকাতে তাকাতে
অন্ধকার হয়ে এলো সব।
তারপর….
নিথর শরীর বরফ শীতল হতে লাগলো
ধীরেধীরে……..