সময় নেই যে আর
গাজী মোসাঃ লতা ইসলাম
…………………………
সেদিন বিকেলে,
শ্রাবণের মেঘ জমেছিল আকাশে
অঝর ধারায় ঝড়েছিলো বৃষ্টি।
মুক্ত পাখিরাও ফিরে ছিলো নীড়ে,
বাতায়নে খোলা ছিলো দুটি আঁখি।
হয়নি সন্ধ্যা তবু আঁধার ঘনিয়ে এলো,
কি করে সময় বেঁধে রাখি!
মুক্ত মনের সে-ই মুক্ত বাতাস
সোনালী সূর্যে রাঙা হয়নি আকাশ,।
ভাবনা ছিলো সেই বাতাসে
কেটে যাবে মেঘ গুলো, উঠবে চাঁদ নীল আকাশে।
পাখিরা গাইবে গান,
হাসবে ফুলেরও বাগানে।
চেয়ে চেয়ে আনমনে ভাবছিলাম,
কতো কবিতা
ফুল পাখি আর তারার সনে
কইবো কথা, আজ মনে মনে
নিয়ে রুপকথার সে-ই গল্প,
লিখবো আমি কিছু অল্প,
হয়ে ডানা কাটাপরি যাবো আবার কল্পনার সেই দেশে
সময় নেই যে আর,,,
থামানো যাবেনা এখন
যদি সন্ধ্যা ঘনিয়ে আসে অবশেষে!