কলমযোদ্ধা_কবি রূপকথা এর বিস্ময়কর মর্ম স্পর্শী কবিতা “একমুঠো অক্সিজেন”

946
মর্ম স্পর্শী কবিতা “একমুঠো অক্সিজেন”
কলমযোদ্ধা_কবি রূপকথা

একমুঠো অক্সিজেন

                                    রূপকথা

আমি একমুঠো অক্সিজেনের অভাবে সারারাত এপাশ ওপাশ করেছি,
অথচ আমার ঘরে ইলেক্ট্রনিক পাখায় বাতাসের ঝড়,
আর আমার জানালার কাঁচে আঁচড়ে পড়ে দখিনের হাওয়া।
আমার খুব প্রয়োজন একটি অক্সিজেনের বোতল।

আমি একটু আলোর জন্য ছটপট করেছি কত!
অথচ আমার ঘর নিয়ন আলোয় ভরা,
আমার দরজার ওপাশে উজ্জ্বল সৌরকিরণ।
আমি তো চোখ মেলতে পারিনা,
কেবলই অন্ধকার দেখি বুজে থাকা চোখে,
নিশ্বাস বন্ধ হয়ে আসে।

মৃত্যুদূত আমার বন্ধ দরজায় কড়া নাড়ে,
দরজা খোলার অপেক্ষা করেনা,
নিজেই আমার খুব কাছে এসে বসে,
আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে,
আমি শান্তিতে শেষবারের মতো চোখ বন্ধ করি,
উপলব্দি জুড়ে ভয়ংকর সত্যর উপস্থিতি।।

আমি ক্ষণিকের মায়া ভুলে যাই চিরদিনের চিরসত্যের কাছে হার মেনে।
আমি মাথা নত করি চিরসত্য মৃত্যুর কাছে।
আমি আলিঙ্গন করি মৃত্যুকে।
কত স্বাভাবিক একটা সত্যকে কত কঠিন করে তুলেছিলাম আমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here