প্রতিশ্রুতি
নওরোজ নিশাত
চলো দাঁড়ায় একবার
পরস্পর কাঁধ ধরে।
হাস্য মুখে চাঁদ বলছে
মাথা হেলিয়ে গাছ ।
একবার দাঁড়াই চলো জীবন
খাদের কিনারায়।
মনের ক্ষত গভীর করতে নেই
হিংসা জমাতে নেই
মিথ্যার জ্বালিয়ে মন ভাজতে নেই
কতো আর নেই বলি বলো
এই অপরাহ্নে চলো
নিজের বিবেক সরোবরে কাছে দাঁড়ায় চলো
এখনো কি স্বচ্ছ নীরে দেখা যায় মুখ
এখনো কি পরের দুঃখ কষ্ট দেখে ভেসে যায় বুক।
এখনো কি লুকিয়ে বারে বারে দেখ
অতীতের মুখ।
তাই যদি হয়
তবে চলো দাঁড়ায় মানুষের পাশে
আর ভেঙে যাওয়া স্বপ্নের পাশে।