“কবিতা”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি সায়নী

548
“কবিতা”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি সায়নী

মেঘের উৎসব

                                সায়নী

মেঘ আসতো বৃষ্টিঝড়াবে বলে
পৃথিবী তখনও করেনি জলের চাষ
কান্না তখনো ঢাকেনি পলে পলে
তটরেখা ছুঁয়ে উৎসব বারোমাস ৷

আকাশের কোলে মেঘেরা থাকুক জেগে
কবিতা জ্বালিয়ে মেঘের কাটুক শীত
দুঃখের চিঠি লেখাহোক পেঁজাতুলো ঐ মেঘে
তোর্সার জলে মিশে যাক রঙ্গীত ৷

বৃষ্টি শেষের পরিচ্ছন্ন সব দিন
চোরকাটা মেঘে হোক বৃষ্টির লুকোচুরি
শ্যাওলা জমা কাহিনি হোক লীন
উৎসবে ভরে উঠুক মেঘের বাড়ি ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here