মেঘের উৎসব
সায়নী
মেঘ আসতো বৃষ্টিঝড়াবে বলে
পৃথিবী তখনও করেনি জলের চাষ
কান্না তখনো ঢাকেনি পলে পলে
তটরেখা ছুঁয়ে উৎসব বারোমাস ৷
আকাশের কোলে মেঘেরা থাকুক জেগে
কবিতা জ্বালিয়ে মেঘের কাটুক শীত
দুঃখের চিঠি লেখাহোক পেঁজাতুলো ঐ মেঘে
তোর্সার জলে মিশে যাক রঙ্গীত ৷
বৃষ্টি শেষের পরিচ্ছন্ন সব দিন
চোরকাটা মেঘে হোক বৃষ্টির লুকোচুরি
শ্যাওলা জমা কাহিনি হোক লীন
উৎসবে ভরে উঠুক মেঘের বাড়ি ৷