কবি রতন চন্দ্র দেবনাথ এর কবিতা “শপথনামা ”

569
কবি রতন চন্দ্র দেবনাথ এর কবিতা “শপথনামা ”

শপথনামা

               রতন চন্দ্র দেবনাথ

(প্রতিভা সন্ধান কাব্য পরিষদ এর সাপ্তাহিক সেরা লেখা )

সৎপথ, সৎচিন্তা, সৎভাব, সৎউপার্জন জীবনের বড়
উপহার
পরনিন্দা, পরচর্চা, পরশ্রীকাতরতা, পরস্বহরণ করবো
পরিহার
আত্মতৃপ্তি, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা সকল কাজে
কর্মে
দেশপ্রেম,দেশসেবা,দেশরক্ষা দেশাত্মবোধ সকল কর্মে
ধর্মে
আহার,নিদ্রা,ক্রীড়া, কথাবার্তা, আয়-ব্যয় করতে হবে
পরিমিত
প্রার্থনা,শরীরচর্চা ,অধ্যয়ণ , সত্যচর্চা, সাধুসঙ্গ চলবে
নিয়মিত
দেহ-মন-আত্মা ,কর্ম-চিন্তা,পোষাক-পরিচ্ছদ রাখবো
পবিত্র
নৈতিক,আদর্শিক, নিষ্কলুষ,নিরপরাধ,পরিশোধিত হবে
চরিত্র
কর্তব্যপরায়ণ,দায়িত্ববোধ, ন্যায়পরায়ণ ,সততা চিন্তন
নিষ্ঠায়
জনসেবা,জনকল্যাণ জনদরদ,জনক্লেশভঞ্জন আপ্রাণ
চেষ্টায়
সত্যনিষ্ঠা,সত্যবাদিতা ,সত্যব্রত,সত্যপ্রতিজ্ঞ, সত্যাশ্রয়ী
সাধক
কুচিন্তা, কুবচন,কুমতলব,কুপরামর্শ, কুসংস্কার,কুকর্মে
রোধক
সজাত্যবোধ, বাৎসল্য, পিতৃ-মাতৃ ভক্তি,স্নেহ-ভালবাসা
বর্ষণ
পরোপকার, আত্মত্যাগ,জ্ঞানান্বেষণ, সর্বদা মনুষ্যত্বের
কর্ষণ
নিয়মানুবর্তিতা,সুকর্মপ্রণালী, সুসামঞ্জস্যতা,পরিপাটি জীবন
অশ্লীলতা, নিচতা,হীনমন্যতা, কপটতা পরকীয়া সমূলে
বর্জন
নম্রতা,,পরমতসহিষ্ণুতা, উদারতা ,সত্যবাদিতা হৃদয়ে
লালন
আইন-কানুন, নিয়ম-শৃংখলা, ধর্মীয় বিধি-নিষেধ সম্পূর্ন
পালন
অহংকার, হামবড়াভাব, হিংসা, বিদ্বেষ,ঈর্ষা, আত্মশ্লাঘা
দূরীভূত
মানবীয় উৎকর্ষসাধন,সুপ্রবৃত্তিচর্বণ মানুষ হতে সংকল্প
অব্যাহত ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here