জীবনসমুদ্র
নওরোজ নিশাত
মানুষকে মনে হয় বিশাল সমুদ্র
বা তার চেয়ে আরো কিছু মহা সমুদ্র ।
মনে কতো কতো
কত উত্তাল ঢেউ ।
কত ভাঙচুর স্বপ্ন ।
জীবনের তটভূমিতে আছড়ে পড়ে
কত বেদনার নোনা জল।
কত কিছু ভেসে যায়
প্রেম যায় প্রিয়জন যায়
শুধু ক্ষত আর কষ্ট
ঝিনুকের মতো গেঁথে থাকে মনে।
কেউ জানতে পারে না কিংবা জানতে চায় না ।
একলা একলা বিশাল সগারের মতো
নিজেকে বিছিয়ে দিতে হয়
সংসারে ।
বালির মতো চিকচিক করে
চোখের কোনে পানি ।
বুকে সবকিছু ধরেও সমুদের মতো একলা
গুমরে উঠে শব্দ
ভালো আছি সুন্দর আছি
বলেই
পাশ কাটিয়ে অপেয় পানি হয়ে
রয়ে যাই সারাজীবন ।