লাশ কাটা ঘর
বিজিত গোস্বামী
বেওয়ারিশ লাশ কি তার পরিচয়—
ময়লা ঢাকনার তলে ঘুমন্ত এক রাত;এক মৃত শরীর
ডাক্তারের তীক্ষ্ণ পর্যবেক্ষণ— ছুরির আঘাতে সত্য জানার চেষ্টা
জুতো সেলাইর নিখুঁত গরিমা বুক মাথা–এ নাকি পোস্টমর্টেম
সভ্যতার পরিহাস! প্রাণহীন দেহে ছুরি বসাও রিপোর্ট হোক সত্যের।
অন্ধকার এ ঘরে লাশেরা ঘুমোয়—
কেউ ফাঁসিতে, কেউ আগুনে আবার কেউ ধর্ষণে
এ ঘরকেই আশ্রয় করে বিচার চাইবে পণপ্রথা,নারী অধিকার
মূক বধির লাশের ভেতর সুপ্ত প্রতিবাদ অসহায়!
এ ঘরে অনধিকার প্রবেশ নিষেধ— যেতে হলে মরতে হবে
নিথর মানুষ এখানে জবাই হয়,নারী পুরুষ কার আগে কে?
এ নিয়ে গল্পের প্লট হয় , মিছিল হবে,বিচার চাই অপরাধীর
এ ছবি তাই প্রাসঙ্গিক—
কেবল চরিত্র ধরে এগুতে পারলে লাশ কাটা ঘরকেও
আপন মনে হবে,
একসাথে অন্তর্জলির পথে হাজার প্রশ্ন এখানেই বসতি গড়ে।
উৎসুক জনতা চড়া দামে হাজার প্রশ্ন এখান থেকে কিনে নেয়
এখানেই আবার সস্তায় লাশও বিক্রি হয়।