“আমার পৃথিবী” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলমযোদ্ধা-সাহানুকা হাসান শিখা ।

307
“আমার পৃথিবী ” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলমযোদ্ধা সাহানুকা হাসান শিখা ।

আমার পৃথিবী
সাহানুকা হাসান শিখা

————————//////———-/
যদি যুগ যুগান্তরে
জানতে পারতাম এই পৃথিবীর পরে
এত সুখ এতো আনন্দ আর
সফলতায় যাবে ভরে,
তাহলে সুখের দোলায় দুলে দুলে
আজকের এই ছোট্ট পৃথিবীটা
আমি তোমাদের কাছে অনায়াসে
সাজিয়ে দিতাম তোলে।
কিন্তু সেদিন তো আমি বুঝিনি,
আমার গর্ভে ছিলো রত্ন খনি ,
কোন মনীষীর আশির্বাদে,
আজ এসেছে জয়ধ্বণী।
জীবন যুদ্ধের দামামায় ছিলাম ভীত
কি হবে, কোথায় যাবো,কোথায় দাঁড়াবো ?
ছোট ছোট সবুজ চারা,
বড়ই অসহায় আজ তারা,
আমি চাই না আর কোন সুখ,
মালি হয়ে সয়ে যাবো সব দুখ।
বাগান আজ ফুলে ফুলে ভরা,
কোথাও নেই কোন খরা!
ঘ্রানে ঘ্রানে আমি বিমোহিত,
হে বিধাতা তুমিই সব কিছুর মালিক
তুমিই সবার প্রতিপালক।
আমি তো শুধু অধম বান্দা,
তোমাকে না চিনে হই আন্ধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here