“যদি এমন হতো”কবিতাটি লিখেছেন ভারত থেকে কলমযোদ্ধা- নওরোজ নিশাত

382
“যদি এমন হতো”কবিতাটি লিখেছেন ভারত থেকে কলমযোদ্ধা- নওরোজ নিশাত

যদি এমন হতো

            নওরোজ নিশাত

যদি এমন হতো বর্ষা ফোঁটা ত্রিশূল
রেপিষ্টকে গেঁথে ঝুলিয়ে দিতাম
সবার সামনে । যদি
এমন হতো মহাসমুদ্রের উত্তাল ঢেউ হয়ে ছুটে আসতো জনগন ।

আছড়ে দিতাম ।

কিন্তু এমন হয় না আর
দ্বিধা বিভক্ত সবাই ।
মানুষের পাশে মানুষ দাঁড়াতে ভয় পায়
হাতে হাত রাখতেও ভয় পায় ।

স্বার্থের লক্ষণ রেখা কেটে
দু একজন বের হলেও
তার পাশে কেউ নেই ।

প্রতিবাদ সমুদ্র স্হির ,নিরুত্তাপ ।

এক্কা দোক্কা খেলা করে বেড়ায়
অপরাধ ।

আমরা শুধু মজা দেখি

সুড় সুড় করে নিজের গর্তে ঢুকে পড়ি
বৃষ্টি দেখি কিন্তু মাখি না
সমুদ্র দেখি কিন্তু নামি না ।

অপরাধী পাশ কাটিয়ে চলে যায়
তবুও পথ আটকায় না ।

আমরা প্রাণী অথচ জড়
আমরা মানুষ অথচ একদলা বমি

পায়ের নীচে ভূমি পেয়েও
ভূমিকা পালন করি না ।

যদি এমন হয়
তবে ফিরে চলো শৈশবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here