“সভ্য-নীতি খুঁজি”
মিনু আহমেদ।
নীতিমালা অনেক আছে
ভীতি-দর্শন নাই।
কোথায় গেলে সভ্য নীতি
খুঁজে পাবো ভাই?
গীতিকার তো অনেক আছে
প্রীতি লতা নাই!
ছন্দ ছাড়া ———দ্বন্দ্ব কথায়
হরেক ব্যথা গাই।
আত্মজীবন সর্ব প্রীতির
নোবেল খুঁজি দ্বন্দ্বে।
অর্থনীতির প্রণয় বিষাদ
সত্য ভীষণ গন্ধে।
স্বজন প্রীতি ভোজনপ্রীতি
ক্ষুধা গণতন্ত্রে।
কালো টাকায় প্রাসাদ গড়ে
রাজনীতির মন্ত্রে।