প্রমোদ বিহার
আয়েশা মুন্নি
আকাশের উন্নিদ্র উদ্যানে
রৌদ্রছায়ার পদাবলিতে
প্রত্নতাত্ত্বিক প্রমোদ সময়ে
সবুজ পাতার শুভেচ্ছাস্নানে
জারিত দিনপঞ্জি।
আত্মার অকৃত্রিম আবিরে রাঙানো অস্তরাগ সূর্যটাও
প্রকৃতির প্রমোদ তরীতে,
যখন মতিভ্রমে শব্দকুঞ্জে
অন্তহীন পদচ্ছাপে মৌণ প্রার্থনারত।
প্রত্নতাত্ত্বিক প্রমোদ সময়ে
জলপাই রঙা বিকেলের মগ্নতায়
ঐ আকাশের এক টুকরো মেঘ হতে চেয়ে
উড়িয়েছি সুখ শাড়ির আঁচলে।ঝড় চাই, ঝড় দাও
বজ্র চাই না, বৃষ্টি চাই না…
ভস্ম উড়িয়ে সবটুকু ভালবাসা আমার চাই,
ভ্রমের মতিভ্রম হোক তোমার আমার প্রমোদ বিহারে।