“মৌনব্রত”
নাসরিন জাহান মাধুরী
এ শহরে আজ মৌনব্রত
এ শহরে রাস্তা গুলো ফাঁকা পড়ে আছে
,পাড়ার কোন ছেলে ক্রিকেট খেলতে নামেনি
কারো জানলার কাঁচ ভাঙেনি ঝনঝন।
এ শহরের আজ মৌনব্রত
স্কুলের গেটে ঝুলছে মস্ত তালা
আকাশ নৈশব্দের নীলে নীলে ক্লান্ত।
মুখোশের চোখে অবিশ্বাস।
এ শহরের আজ মৌনব্রত
আজ হলুদ পাঞ্জাবির হিমু
দেখা করতে যাবে না
নীল শাড়ি পরা রুপার সাথে।
এ শহরের আজ মৌনব্রত
আজ পাড়ার মোড়ে দাঁড়িয়ে নেই কোন বখাটে
উত্যক্ত করবে না কোন তনুকে
আজ তনুরা ঘরে বসে।
আজ আর নিরাপদ সড়কের শ্লোগান নেই
ব্রেকিং নিউজে নেই কোন দুর্ঘটনার ছবি
সব কিছু আজ করোনার দখলে
তাই এ শহরে মৌনব্রত চলছে ।
এ শহরে নয় এই পৃথিবীতেই চলছে মৌনব্রত।