“দাবাড় গুটি”
হামিদা পারভিন শম্পা
ওহে মানব অহংবোধ এর
শিরদাঁড়া একটু নামাও,
প্রকৃতির এই অগ্নিমূর্তি
পারলে তুমি থামাও।
কিসের নেশায় কিসের আশায়
করছো এতো লড়াই,
কিসের ক্ষমতা কিসের দাম্ভিকতার
করছো তুমি বড়াই!
করোনার একটু আঁচড়ে দেখো
হেলছে আজ বিশ্ব,
মুখথুবড়ে পড়ছে বিশ্বসেরারা
হয়ে রিক্ত নিঃস্ব।
দুদিনের এই জলসাঘরে
আমরা দাবার গুটি,
লোভ,লালসা, হিংসা-বিদ্বেষ
করছি অকারণ খুনসুটি।