সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ওপার বাংলার কবি__বিজিত গোস্বামী এর কবিতা “”প্রতীজ্ঞা প্রস্তুত””

603
ওপার বাংলার কবি__বিজিত গোস্বামী

“প্রতীজ্ঞা প্রস্তুত”

———————-বিজিত গোস্বামী।

পৃথিবীর শ্বাসে নিরব অভিমান
হৃদয় গৃহ জ্বলছে বিষম জ্বালায়
কঠিন ব্যধিগুলো গুটিয়ে নিতে মরিয়া দেশ
সুনসান নীরবতা ভয়ার্ত দৃষ্টি বাঁচার জন্য শত্রু
মিত্র একাকার।

এ কেমন তমশা—
কলরব কোলাহল নিশ্চিহ্ন, আতঙ্ক আজ পাঁজরে
ঠান্ডা পানীয় হাতে নিতে ভয়!
মৃত্যু দূত ভয়ানক প্রতিহিংসায় মারে
প্রাণোচ্ছ্বল মানুষ
একত্রিক সবে লড়াই করে বাঁচার
অমৃতের খোঁজে জীবনদায়ী ঔষধ মৃত্যু রয় পাছে।

একতার তলে মিশে যাই চলো—
হাত ধরো করোনার বিরুদ্ধে
যুদ্ধ করো মুক্তির গানে।
সবাই আজ ক্ষনিকের তরে মানুষ হলাম;আত্মার রসে স্পন্দন অনুভবে।
চলো আজ মানুষের পাশে—
শিশু থেকে বৃদ্ধ বাঁচাতে সকলে
পরিস্কার পরিচ্ছন্ন থাকি অন্যকেও সতর্ক করি;অমৃতের
সন্ধানে আস্তা আহরণে।

পৃথিবীর নাভিতে যে অবাঞ্ছিত জরায়ু মৃত্যু লিখে
তাকে খতম করে সুন্দর করি
জীবনের সবকিছু; উদ্ধার করি আমাদের গর্ববোধ।
আজ আমরা এক ও অদ্বিতীয়।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here