“ তুলি থেকে ছবি ” ত্রিপুরা, ভারত থেকে কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি বিজিত গোস্বামী ।

512
“ তুলি থেকে ছবি ” ত্রিপুরা, ভারত থেকে কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি বিজিত গোস্বামী ।
কবি বিজিত গোস্বামী

তুলি থেকে ছবি

                বিজিত গোস্বামী

———-
দেয়ালে সেঁটে তোমার ছবি
কিংবদন্তি জেনেও তাকিয়ে থেকে চোখের পাতায়
সজাগ জলছবি;আমার কাছে তুমিই সেরা।

জীবনের ধাপগুলো নিখুঁত হাতে গড়ে দিলে
উঠোনের মলাটে প্রথম লিখলে আমি সাধারণ
অসাধারণ শব্দ চয়ন বেশ মনোগ্রাহী
এ ছবির বিমূর্ত ভাবনা জড়ো করে গর্বিত
শব্দচয়ন আমাদের মাঝেই ইতিহাস সাক্ষী।

মঞ্চে বসা তুলির শেষ টানে
তোমার হাত মুখ অবিকল
কথা বলে—আমি আসবো ফিরে অজস্র জনতার
দরবারে;রঙতুলি মেখে মেখে আমি হাসি
কান্নার চাপা ব্যথা লুকিয়ে রঙ মেখে আর মুখোশ ভরি।

আমি জীবন—-
অতীত ভবিষ্যৎ বর্তমান একাল থেকে সেকাল
নির্ভয়ে কালের কণ্ঠ নেড়ে দেয়াল সাজিয়ে নিঃস্ব হতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here