“আমি ও ভালো আছি ”কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি গাজী মোসাঃ লতা ইসলাম ।

449
কবি গাজী মোসাঃ লতা ইসলাম

আমি ও ভালো আছি

                        গাজী মোসাঃ লতা ইসলাম

তিল তিল করে নিজেকে গড়ে
গুছিয়ে নিয়‌েছি আমায় আমি
ঝেড়ে ফেলেছি যন্ত্রণার কাঁটা গুলো
বাজে না এখন আর হৃদয় বীণাতে বেদনার সুর
আমি ভালো আছি
তোমাকে ভালোবেসে
নিজেকে নিয়ে এসেছি অনেক দূর।

কাঁপে না বুক আজ আর কোনো আঘাতে
পাই না শুনতে কানে কোনো ঝড়ের ধ্বনি
আজ আর জ্বলে না ক্ষতবিক্ষত ঘাঁয়ে
লবণের ছিটায়
খরস্রোতা নদীকে পাশে নেই অপেক্ষাকৃত অনগ্রসর অংশের কোন ভেসে আসা চিত্র
সমালোচক কিছু কিছু কথা খুব বেশি মনের মধ্যে দিয়ে বয়ে চলে খুশির বন্যায়
উদ্বাস্তু প্রশ্নে উত্তর আজ খুঁজে না এমন
আমিও ভালো আছি
আমরা মতো করে চলছি সারাক্ষণ।

এখন আর আগের মতো গুনতে হয়না কোনো বাঁধার প্রহর
মনে হয় না আমার কাছে,,
রাত্রি দিনের মধ্যে কোন তফাত আছে
তবুও মাঝে মধ্যে বিশাল আকাশে দিকে তাকিয়ে দেখি
কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তারা গুলো আকাশ টাকে
কখনো উঁকি দেয় চাঁদ, আবার কখনো মেঘের গর্জন,
বিশ্বাস করো, এখন আর আগের মতো করে ভয় পাইনা কোনো কিছু তে
আমি ভালো আছি, আমার মতো করে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here