“তুমি হীনা” কবিতাটি লিখেছেন লন্ডন থেকে ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি __মিনু আহমেদ।

909
তুমি হীনা।
লন্ডন, মাইলেন্ড থেকে তারুণ্যের কবি মিনু আহমেদ।

তুমি হীনা।

              _________মিনু আহমেদ।

তুমি হীনা এই হৃদয় ক্ষত-বিক্ষত!
তুমি যদি ফিরে আসতে আমার গোধুলির শেষ বিকেলে!
তবে চোখে চোখ রেখে,হাতের চায়ের কাপে চুমু খেতে খেতে তোমার কবিতা শুনতাম।
সন্ধ্যা-গোধুলি লগ্নে এতোটুকুই ছিলো আমার আকুতি।
কেনো তুমি আজ এতো দূরে?
কবে ফিরবে আমার শূন্য ঘরে!
তোমার পথ চেয়ে চেয়ে আমার চোখ যে শুকিয়ে গেছে।
তুমি কেনো ফিরে আসো না!
এখনো কি অভিমানের পালা শেষ হয়নি তোমার?
আমি ভুল করেছি তোমার বন্ধুত্বের বাঁধন ছিঁড়ে।
সেদিন কেনো তুমি আমায়,তোমার সোনার শিকলে বেঁধে রাখিনি?
আজ বহু দিন পরে!আমার বুক চিরে রক্ত ঝরছে তোমার নামে-
দু’চোখের বিন্দু বিন্দু জলে সাগর-সমুদ্র ভেসে চলেছে।
আমি নিজেই নিজেকে খুঁজে বেড়াই নিখোঁজ হয়ে।
তোমার বিরহে অাঙ্গার হই শতবার।
বলো,তুমি কি আসতে পারো না একটু কাছে!
কেমন করে পারলে তুমি আমাকে ভুলে থাকতে?
জানো,ক্ষণে ক্ষণে মনে হয়!বিরহ ব্যথায় চোখের জলে ভেসে যাই।
বলো,তুমি কি পারতে না ফিরে আসতে!ফিরতে না বলো?
শুনি,কিসের পণ করেছো তুমি?
তবে,আমি কি শুধু শুধুই তোমার পথ চেয়ে বসে আছি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here