অনুগামী
তাপস কুমার দে
একটি যৌথ হিসাব দুপুর দিলে
আশ্বস্ততা এক হয়ে লগ্নি হয়।
কথা সব ঘোড়ার দৌড়
কিছুতেই ঝরে পড়ে না ঘামের ফোঁটা।
আলোকসজ্জা বুঁদ করে দেয়া পাখির চোখ
নিয়তি নির্ভর জেনেও রাখতে হয় থালায়।
প্রকোপ থাকে, অনেকেই বলে থাকে
অনুভবের কাছে অনুকম্পা রঙিন স্পর্শ।
শরীরের কাছে কেনো বিপন্ন এই আমি?
ছড়িয়ে ছিটিয়ে ফিরে আসে কোনো এক আগুন
কোনো আশ্রয় দৃশ্যমান হয় না বলে!
ঝরে পড়ে মনের শরীর
পরাজয় ভেবে একাকিত্বের অনুগামী।